প্যারিস জলবায়ু চুক্তিতে আর ফিরছে না আমেরিকা। ধারণা করা হচ্ছিল, চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও নিজের অবস্থানে নমনীয় হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি এখনো চুক্তির বিষয়ে নিজের অবস্থানে অটল।
চলতি বছরের জুনে প্রেসিডেন্ট ট্রাম্প প্যারিস চুক্তিকে দেশের বোঝা আখ্যায়িত করে তা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ চুক্তি থেকে বেরিয়ে আসাটা ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।
দেশের পক্ষে নতুন চুক্তি করা হলে ট্রাম্প তাতে সম্মতি দেবেন বলে জানান। হোয়াইট হাউজে শনিবার একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকেও হোয়াইট হাউজ জানায়, চুক্তিতে ফিরছে না আমেরিকা। তবে চুক্তি আমেরিকার পক্ষে করা হলে তাতে সমর্থন দেয়া হবে।
বৈশ্বিক উষ্ণতা কমাতে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ২০১৫ সালের ঐতিহাসিক প্যারিস চুক্তিটি করা হয়। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা