ডোকালা সংকটের জেরে চীনের ওপর একাধিক বিষয়ে নির্ভরশীলতা কমাতে চাইছে ভারত। যে কয়েকটি ক্ষেত্রে ভারত মাত্রাতিরিক্ত নির্ভরশীল চীনের ওপর তারমধ্যে প্রথম হলো ওষুধ। তাই চীন থেকে ওষুধ আমদানিতে রাশ টানছে ভারত।
জানা গেছে, ৭০ থেকে ৮০ শতাংশ ওষুধ চীন থেকে আমদানি করে ভারত। এছাড়াও ওষুধ তৈরিতে ব্যবহৃত কাঁচামাল তো রয়েইছে। এই নির্ভরশীলতা একটা সময়ে বিপদ ডেকে আনতে পারে বলে কূটনৈতিকদের দাবি।
ডোকালা সমস্যা সমাধানে চীন সফরে গিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেখান থেকে ফিরে এসে তিনিই এই নিয়ে সতর্ক করেছিলেন। চীনের সঙ্গে সম্পর্কের অবনতি হলে সবচেয়ে আগে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা ব্যহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সেই পরামর্শ মেনেই সম্ভবত চীন থেকে ওষুধ আমদানিতে রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রালয়। শুধু ওষুধই নয় চীন থেকে ডাক্তারি যন্ত্রপাতিও আমদানি করে ভারত। এই নির্ভরশীলতা কমাতে নতুন কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। সেখানে জানানো হয়েছে উন্নত মানের কয়েকটি ওষুধ ও ডাক্তারি সামগ্রি ছাড়া চীন থেকে আর কোন চিকিৎসা সামগ্রি আমদানি করা হবে না।
ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল জি এন সিং জানিয়েছেন, আমরা চাইনা দুইদেশের বাণিজ্যিক সম্পর্ক ব্যহত হোক। তবে ভারতের রোগীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেকারণেই নিম্নমানের ওষুধের আমদানিতে নিয়ন্ত্রণ আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর