শিশু ও কিশোরদের শারীরিক স্থূলতা গত চার দশকে ১০ গুণ বেড়েছে। বিশ্বে ১২ কোটি ৪০ লাখ ছেলে-মেয়ে এখন অতিরিক্ত মোটা।
আজ বুধবার বিশ্ব শারীরিক স্থূলতা দিবসে এই গবেষণা ফলাফলটি প্রকাশ করেছে ল্যানচেট। গবেষণায় ২০০ এর বেশি দেশের স্থুলতার প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে ৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে প্রতি ১০ জনের একজনই অস্বাভাবিক স্থূল।এসব শিশুরা ভবিষ্যতে পূর্ণবয়স্ক হিসেবে বেড়ে ওঠে আর স্থুলতা তাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দেয়।
ল্যানচেট সতর্ক করে দিচ্ছে, যে হারে বিশ্বে স্থুলতা বাড়ছে, তাতে ২০২৫ সাল নাগাদ এ সংক্রান্ত অসুস্থতায় চিকিৎসা ব্যয় বিশ্বজুড়ে ৯২০ বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যাবে।
গবেষণার মুখ্য গবেষক এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক মজিদ এজ্জাতি বলছেন, বিশ্বের বহু জায়গাতেই স্থুলতা আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে। সস্তা এবং স্থূল করে দেয় এমন খাবার সহজলভ্য হয়ে ওঠা এবং এসব খাবারের ব্যাপক প্রচারণা এর জন্য দায়ী। স্থুলতা সবচাইতে বেড়ে গেছে পূর্ব এশিয়ায়। চীন এবং ভারতে সম্প্রতি এই হার বাড়ছে।
বাংলাদেশে ২০১৪ সালে চালানো আইসিডিডিআরের এক গবেষণায় দেখা গেছে শহরাঞ্চলে স্থুলতার হার ৫.৬ ভাগ। অতিরিক্ত ওজন বহন করছেন ১০ ভাগের বেশি মানুষ। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৭/ফারজানা