জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে গ্লোবাল নিউজ।
তারা জানায়, ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
মার্কিন প্রশাসন সূত্রের খবর, তারাই ইউনেসকোয় অনুদান হিসাবে সব চাইতে বেশি অর্থ দেয়৷ অথচ ইউনেসকোর কার্যকলাপ নির্ধারণে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না৷ বিশেষ করে ফিলিস্তিন কর্তৃপক্ষের ক্ষেত্রে আমেরিকা যা করতে বলে ইউনেসকো তা করে না৷
মার্কিন প্রশাসনের মুখপাত্র হেদার নওরাট জানান, ‘প্যারিস ভিত্তিক সংস্থায় তার প্রতিনিধিত্ব থাকবে। আর ওয়াশিংটন একটি পর্যবেক্ষক মিশন স্থাপন করবে। আপাতত সাময়িকভাবে ইউনেসকো থেকে সরে দাঁড়াবার সিদ্ধান্ত বহাল থাকছে।’
এর আগে ২০১১ সালে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ায় জাতিসংঘের সামাজিক ও সাস্কৃতিক সংস্থা-ইউনেস্কো’র তহবিল বরাদ্দ বাতিল করছিল যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, ওইসময় ইউনেস্কোকে দেয়া যুক্তরাষ্ট্রের অনুদানের পরিমাণ ছিল ৭০ মিলিয়ন মার্কিন ডলার, যা সংস্থাটির বাজেটের শতকরা ২০ ভাগেরও বেশি।
বিডিপ্রতিদিন/ ১২ অক্টোবর, ২০১৭/ ই জাহান/তাফসীর