চীনকে নিয়ে ভারতের দুশ্চিন্তা যেন আর গেল না। তাই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিরাপত্তা জোরদার করতে কৌশলগত উপায় গ্রহণ করল ভারত। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তাবাহিনীর সদস্য। সম্প্রতি ওই এলাকায় চীনের আনাগোনা বেড়েছে। বেশ কিছু চীনা সাবেমেরিনও দেখা গেছে সেখানে। তাই চীনের আক্রমণ মোকাবেলা করতে ওই এলাকায় অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন পি-৮১ এয়ারক্রাফট মোতায়েন করতে যাচ্ছে ভারত।
যদিও এই ব্যবস্থাটি ভারতের কেন্দ্রীয় সরকারের অ্যাক্ট ‘ইস্ট পলিসি’র একটি অংশ। মালাক্কা স্ট্রেইটের নিরাপত্তার উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। এটি রক্ষার জন্যও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী। শত্রুপক্ষের আক্রমণের পাল্টা জবাব দিতেই এই এলাকার সামরিক বাহিনীর উপর অতিরিক্ত জোর দেওয়া হয়েছে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নিরাপত্তাবাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য ওই এলাকায় নিয়োগ করা হয়েছে সাবেক নৌপ্রধান অ্যাডমিরাল ডি কে যোশীকে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার