কথায় বলে ভাঙে তবু মচকায় না। দুই সাধ্বীকে ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম বোধ হয় তার চাইতেও বেশি কিছু। এমনটাই মনে হচ্ছে ভারতের হারিয়ানা হাইকোর্টের সাম্প্রতিক ঘটনায়।
রাম রহিমের যে শাস্তি হারিয়ানা হাইকোর্ট ঘোষণা করেছে, তাতে তার ২০ বছরের কারাবাসই শুধু নয়, ধর্ষিতাদের প্রত্যেককে ৩০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও রয়েছে। বাবা এখন জেলে। ২০ বছরের মেয়াদে জেল খাটছে। কিন্তু এর মধ্যেই তার বুদ্ধি যে আগের মতই রয়েছে, তার প্রমাণ রাখলেন রাম রহিমের আইনজীবী।
সম্প্রতি রাম রহিমের পক্ষের আইনজীবী আদালতে জানিয়েছেন, তার মক্কেলের পক্ষে ধর্ষিতাদের দু’জনকে ৩০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। কারণ, রাম রহিম তার ‘বিশ্ব’ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। এই মর্মে আইনজীবী আদালতে আবেদনও জানিয়েছেন বলে জানা গেছে।
আইনজীবীর বক্তব্য, যেহেতু রাম রহিমের যাবতীয় সম্পত্তি এই মুহূর্তে আইনি হেফাজতে, তার আয়ও বন্ধ। ফলে সে কিছুতেই ক্ষতিপূরণের টাকা দিতে পারবে না। বলাই বাহুল্য, আদালত এ সব দাবি মেনে নেয়নি। রাম রহিমের আইনজীবীর আবেদন খারিজ হয়ে গেছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর