প্রকাশ্যে এল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেমপত্র। ১৯৮২ থেকে ১৯৮৪ সালে ক্যালিফোর্নিয়া কলেজের ছাত্রাবস্থায় তিনি চিঠিগুলো লিখেছিলেন তার সাবেক গার্লফ্রেন্ড অ্যালেক্সান্দ্রিয়া ম্যাকনিয়ারকে।
রাজনীতিতে আসার আগে মানসিক দোলাচলে ভুগেছিলেন ওবামা। রাজনীতির হাতেখড়ি হওয়ার সময় কেমন মানসিক অবস্থা ছিল সাবেক এই মার্কিন প্রেসিডেন্টর, তাই রয়েছে ৯টি চিঠিতে।
৩০ পাতার চিঠি থেকে বোঝা যাচ্ছে পৃথিবীতে ওবামার ভূমিকা, জাতিগত পরিচয়, তার সম্প্রদায়ের মানুষের আর্থিক উন্নতি হবে কিনা এবং গার্লফ্রেন্ডের সঙ্গে তার বিভিন্ন বিষয়ে অমিল নিয়ে চিন্তিত ছিলেন ওবামা।
২০১৪ সালেই চিঠিগুলি হাতে পেয়েছে আটলান্টার ইমরি বিশ্ববিদ্যালয়। চিঠির অংশ বিশেষ প্রকাশিত হয়েছে ওবামাকে নিয়ে একটি বইতে। তবে এই প্রথম সব চিঠি প্রকাশ্যে আনা হল।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর