ফের বাবা-মেয়ের সম্পর্ক কালিমালিপ্ত হল ভারতের দিল্লিতে৷ তিন বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল এক সৎ বাবার বিরুদ্ধে৷ তার বিরুদ্ধে মামলা করে তারই স্ত্রী৷ তবে ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক অভিযুক্ত৷
সূত্রের খবর, দিল্লির নিউ অশোক নগর এলাকার ঘটনা এটি৷ অভিযুক্ত সেই নারীর দ্বিতীয় স্বামী৷ প্রথম পক্ষের থেকে এক মেয়ে ছিল তার৷ কিছুদিন ধরেই তার তিন বছরের মেয়ে চুপচাপ হয়ে যাওয়া নজর এড়ায়নি সেই নারীর৷ এর কারণ জানার চেষ্টা করলেও সেই বাচ্চা মেয়েটি কিছু বলেনি৷
এর মাঝেই গত ১৮ সেপ্টেম্বর তার দ্বিতীয় স্বামী তাকে ছেড়ে জয়পুর চলে যায়৷ এরপরেই তার মেয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে থাকে৷ কথা বলতে, হাসতে শুরু করে৷ এরপর তিনি জানতে পারে তার দ্বিতীয় স্বামী বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করে এবং হুমকিও দিয়েছিল, যদি সে এই কথা কাওকে জানালে তার গায়ে সূঁচ ফুটিয়ে দেবে৷ এই ভয়েই মুখ খোলেনি বাচ্চাটি৷
আইপিসি ৩৭৬/৬ ধারার পসকো আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে৷ পুলিশ পলাতকের সন্ধানে নেমেছে৷ কাউন্সিলিং চলছে নিপীড়িত শিশুটির৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর