মার্কিন ড্রোন হামলায় জঙ্গিনেতা ওমর খালিদ খোরাসানিকে নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার মার্কিন ড্রোন হামলায় তার মৃত্যু হয়। প্রসঙ্গত, আত্মঘাতী বোমা হামলায় আফগানিস্তানে ২৫০ মানুষকে হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি।
জানা গেছে, পাক-আফগান সীমান্তের ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি গোষ্ঠী জামাত-উল-আহরারের অন্যতম প্রধান ছিলেন এই জঙ্গি। পাক তালিবানের অন্যতম শাখা সংগঠন হলো জামাত-উল-আহরার।
মার্কিন স্টেট সেক্রেটারি রেক্স টিলারশনের আফগানিস্তান সফরের আগে এটি মার্কিন সেনার বিশাল সাফল্য বলে মনে করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২০ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ