অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন আন্ডারগ্রাজুয়েট কলেজ সেন্ট হাফের কমন রুম থেকেও মুছে দেয়া হলো শান্তিতে নোবেল জয়ী সুচির নাম। এ কলেজটিতে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি নিজেও পড়াশুনা করেছেন। রোহিঙ্গাদের নিয়ে যে চলমান মানবিক সঙ্কট নিয়ে সু চির অবস্থানের জবাবে এমন সিদ্ধান্ত নিয়েছে কলেজটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোটাভুটির পরই কমন রুম থেকে সু চি নাম মুছে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
জাতিসংঘের হিসাবে, গত ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর সহিংস অভিযানের মুখে প্রায় ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে আসে। শত শত রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন, মিয়ানমার সেনাবাহিনীর দ্বারা ধর্ষণের শিকার হয়েছে রোহিঙ্গা নারীরা। রোহিঙ্গা শিশুদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। নদী পথে পালাতে গিয়ে ডুবে মারা গেছেন অনেক রোহিঙ্গা। কিন্তু সু চি এখনো এ নিয়ে নিরব রয়েছেন। সূত্র : গার্ডিয়ান
বিডি প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৭/ফারজানা