রবিবার (২২ অক্টোবর) জাপান উপকূলে আঘাত হানবে টাইফুন ‘নাল। এসময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১৫ মাইল। যার প্রভাব থাকবে সপ্তাহজুড়ে।
এ ব্যাপারে জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, টাইফুনটি রবিবার রাজধানী টোকিওর দক্ষিণে আঘাত হানবে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হবে।
উপগ্রহ চিত্রে নাসা জানিয়েছে, টাইফুনটির চোখ অন্তত ৫০ নটিক্যাল মাইল, যাকে ঘিরে রয়েছে অসংখ্য শক্তিশালী বজ্রপাত।
এদিকে যৌথ টাইফুন সর্তকীকরণ কেন্দ্র জানিয়েছে, সর্বোচ্চ ১৩৮ মাইল বেগে আঘাতের পর সামুদ্রিক ঝড় ‘লান’ পূর্বদিকে সরে দুর্বল হয়ে পড়বে।
বিডি-প্রতিদিন/ ২১ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ