বাবরি মসজিদের মত তাজমহলকে ধ্বংস করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের সমাজবাদী পার্টির বিধায়ক আজম খান৷ তিনি বলেন, ভারতের ঐতিহ্য তাজমহলকে ডিনামাইট দিয়ে ধ্বংস করা হতে পারে৷ বাবরি মসজিদের মতনই তাজমহলকেও ধ্বংস হতে পারে৷
আজম খান দাবি করেছেন, বিতর্কের জেরে বাবরি মসজিদ যদি ধ্বংস করা সম্ভব হয়৷ তাহলে তাজমহলও এমনভাবেই কোনোদিন ধ্বংস হলে সেটি অবিশ্বাস্য কিছু নয়৷
তিনি আরো বলেন, বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হল এই তাজমহল৷ তাই দেশের পাশাপাশি বিদেশি পর্যটকদের মধ্যেও এটি খুব পছন্দের একটি দর্শনীয় স্থান৷ তাই হয়তো এটি এখনও ধ্বংস করা হয়নি৷
এরআগে উত্তর প্রদেশের সারধানা বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সঙ্গীত সোম। মীরাট জেলার সিসোলি গ্রামে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিধায়ক সঙ্গীত সোম৷ তিনি বলেছিলেন, “তাজমহল ভারতীয় সংস্কৃতির একটি কলঙ্ক। ওই স্মৃতি সৌধ যে (শাহজাহান) নির্মাণ করেছিল সে নিজের বাবাকে হত্যা করেছিল।” একইসঙ্গে তাঁর আরও দাবি, “ভারতীয় ইতিহাসে কখনই তাজমহলের স্থান পাওয়া উচিত নয়। কারণ দেশের শত্রু মোঘলরা তাজমহল তৈরি করেছিল।”
বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৭/হিমেল