ভিয়েতনামে বড় ধরণের বিস্ফোরণে দেশটির কুন তাম প্রদেশে স্বামী-স্ত্রী নিহত ও তাদের দুই সন্তান আহত হয়েছেন।
প্রদেশটির কর্তৃপক্ষ জানায়, সোমবার অপ্রত্যাশিত গ্রেনেড বিস্ফোরণে প্রদেশটির কুন তুম শহরে স্বামী (৪৬) ও স্ত্রী (৪০) নিহত হয়। আহত হন তাদের কন্যা (১৭) ও ছেলে (৯)। খবর সিনহুয়া’র।
১৯৬৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্রের সেনারা দেশটিতে দেড়কোটি টন বোমা, মাইন, গোলাবারুদ বিভিন্ন জায়গায় মজুদ বা পুতে রেখে ছিলো। তার মধ্যে ১০ ভাগ অবিস্ফোরিত রয়ে যায়।
ভিয়েতনামের লোহা-লক্কর সংগ্রহকারীরা অবিস্ফোরিত বোমা, মাইন, গ্রেনেড দেখতে পেয়ে তা সংগ্রহ করে।
এছাড়া দেশটির শিশুরা খেলনা ভেবে পরিত্যক্ত বোমা বা গ্রেনেড খেলাধুলার জন্য ব্যবহার করতে গিয়ে বিস্ফোরণের শিকার হয়ে মারা যাচ্ছে।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৭/এনায়েত করিম