ব্রাজিলের পুলিশ ভুল করে দেশটিতে ভ্রমণরত স্পেনের এক নারী পর্যটককে গুলি করে হত্যা করেছে। সোমবার এই পর্যটক ফাবেলা এলাকার সংঘাতময় একটি বস্তি এলাকা ভ্রমণের সময় এই ঘটনা ঘটে। পুলিশ এ কথা জানায়। খবর এএফপি’র।
পুলিশ জানিয়েছে, তাদের বাধা উপেক্ষা করে একটি গাড়ি বস্তি এলাকাতে প্রবেশ করতে গেলে পুলিশ গুলি ছোঁড়ে। এতে ওই গাড়ির আরোহী নারী পর্যটক মারিয়া সেপারেনজা জিমেন্স (৬৭) প্রথমে আহত ও পরে হাসপাতালে নেয়ার পর মারা যান।
পরবর্তীতে পুলিশ জানতে পারে, গাড়িটি স্পেনের একজন নারী পর্যটকের। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৭/এনায়েত করিম