ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম জাপানের মন্দিরে রয়েছে বলে দাবির প্রেক্ষিতে তা ভারতে এনে ডিএনএ টেস্টের দাবি জানিয়েছেন নেতাজির মেয়ে অনিতা বসু পাফ। এই আবেদন নিয়ে আগামী বছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন তিনি।
১৯৪৫ সালের ১৮ অগাস্ট তাইপেইয়ে বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়েছে বলে ইতোমধ্যেই জানিয়েছে ভারত। কিন্তু এই বক্তব্যের পরেও একাধিক মহলে নেতাজির মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠছে। অনেকেরই দাবি, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত ভুল।
বিশেষজ্ঞমহলের একাংশের দাবি, জাপানে শেষকৃত্য সম্পন্ন হয় নেতাজির। টোকিওর রেনকোজি মন্দিরে রয়েছে তার চিতাভস্ম।
৭৪ বছর বয়সী অনিতা বসু পাফ বলেছেন, বাবার স্মৃতি তার নেই। কারণ, তিনি যখন শেষবার নেতাজিকে দেখেন, তখন তার বয়স ছিল এক মাস। তার কথায়, 'দুটি তদন্ত কমিশনই জানিয়ে দিয়েছে নেতাজির মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনাতেই। তবে 'গুমনামি বাবা'-র মতো বোকা বোকা ভিত্তিহীন গল্পগুলো যেভাবে রটেছে, তা নেতাজিকে অসম্মান করার সামিল।'
বিডি প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৭/এনায়েত করিম