তুরস্কের আদালত প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে উৎখাতে গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে সাজাপ্রাপ্ত দুই সাংবাদিককে মঙ্গলবার প্যারোলে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু একথা জানায়। খবর এএফপি’র।
তুরস্কে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আএসএফ) প্রতিনিধি ইরোল অনদেরোগলু এএফপিকে বলেন, আতিলা তাস ও মুরাত আকসই নামের দুই সাংবাদিককে মঙ্গলবার কোন এক সময় ছেড়ে দেয়া হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরো জানান, এ দুই সাংবাদিক ৪শ’ ২১দিন ধরে বন্দি রয়েছেন।
আনাদুলুর খবরে বলা হয়, উভয়ের বিরুদ্ধে এফইটিও’র সাথে যুক্ত থাকারও অভিযোগ রয়েছে। নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের এ সংগঠন ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে সামরিক অভ্যুত্থানে সক্রিয় ছিল বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করা গুলেন তুরস্ক সরকারের এমন অভিযোগ প্রত্যাখান করেছেন।
এ দুই সাংবাদিক গুলেনপন্থী সংবাদমাধ্যমে কাজ করলেও অভ্যুত্থান প্রচেষ্টায় যুক্ত থাকার কথা অস্বীকার করেন।
বিডি প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৭/এনায়েত করিম