ইরাক এবং সিরিয়া সীমান্তবর্তী কুম শহর দীর্ঘদিন ধরেই আইএসের দখলে রয়েছে। সেই কুম শহরের একটি বাড়িতেই বিমান হামলা চালায় ইরাকি বাহিনী। এই হামলায় বহু আইএস জঙ্গির পাশাপাশি মারা গেছে তাদের পাঁচ প্রথম সারির নেতাও।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ইরাকের পশ্চিম প্রান্তে আনবার প্রদেশে একটি সুইসাইড গাড়ি বোমা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের পরিকল্পনাকারী পাঁচ আইএস নেতার মৃত্যু এই বিমান হামলায় হয়েছে বলে জানা গেছে।
গোয়্ন্দা সূত্রে কুমে অবস্থিত আইএসের ওই সেফ হাউসের কথা জানতে পারে ইরাকি সেনাবাহিনী। এরপরই আইএসের ওই সেফ হাউসে হামলার পরিকল্পনা করা হয়। বাগদাদ থেকে ৩৩০ কিলোমিটার দূরে কুম। জিপিএস নির্ভর প্রযুক্তির মিসাইলের মাধ্যমে হামলা চালায় ইরাকি যুদ্ধবিমান।
ইরাকি সেনার দাবি, এই এয়ার স্ট্রাইকে মারা গেছে আইএসের মানব বোমা স্কোয়াডের নেতা আবেদা আল জাহরি। গত বৃহস্পতিবার আনবার প্রদেশে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণের মাস্টারমাইন্ড ছিলেন সে। ওই ঘটনায় দুই কমান্ডারসহ বেশ কয়েকজন ইরাকি সেনাও নিহত হন।
বিডি-প্রতিদিন/ ২৫ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ