সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডবলু বুশের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন স্বদেশি অভিনেত্রী হিথার লিন্ড। সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়।
রিপোর্টে বলা হয়, টেলিভিশনের একটি অনুষ্ঠান প্রদর্শনীর সময় চেয়ারে বসা অবস্থায় অভিনেত্রী হিথার লিন্ডকে যৌন হেনস্তা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডবলু বুশ।
সোশ্যাল মিডিয়ায় ৩৪ বছর বয়সী ওই অভিনেত্রী জানান, আমেরিকার আরেক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে জর্জ এইচ ডব্লু বুশের ছবি দেখে তিনি অত্যন্ত বিরক্ত হন।
লিন্ড লেখেন, ‘বছর চারেক আগে একটি ঐতিহাসিক টিভি শোয়ের প্রচারে গিয়ে আমার সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লু বুশের সাক্ষাৎ হয়। সেই সময়ে এই ধরনের একটি ছবি তোলার সময় তিনি আমাকে যৌন হেনস্তা করেন।’
বিডি প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৭/এনায়েত করিম