ইরানের কয়েকজন জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানীকে গুপ্তহত্যায় তথ্য সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক গুপ্তচরকে ফাঁসি দিয়েছে ইরান।
তেহরানের সরকারি কৌঁসুলি আব্বাস জাফারি দৌলতাবাদীর বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দৌলতাবাদী নিশ্চিত করেনি ফাঁসি দেওয়া ওই ব্যক্তির পরিচয়। তবে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, তার নাম আহমেদ রেজা ডিজালালি, তিনি একজন ইরানি ডাক্তার।
তবে তিনি পড়াশুনা করেছেন সুইডেনে।
রয়টার্স বলছে, ইরানের পারমাণবিক শক্তি কর্মসূচিতে ব্যাঘাত ঘটনার জন্য ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে ইরানে ৪ জন বিজ্ঞানীকে হত্যা করা হয়। এদের মধ্যে পরমাণু বিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মাদি এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাজিদ শাহরিয়ারও ছিলেন। সে সময় ইসরায়েলকে তথ্য দেওয়ার অভিযোগে একজনকে ফাঁসি দেওয়া হয়।
এদিকে, আব্বাস জাফারি দৌলতাবাদীর বরাত দিয়ে টাইমস অব ইসরাইল বলছে, মঙ্গলবার ফাঁসি দেওয়া ওই গুপ্তচর বিভিন্ন সময়ে মোসাদের আট ব্যক্তির কাছে ইরানের গুরুত্বপূর্ণ ৩০ ব্যক্তির গোপন তথ্য ফাঁস করেছেন।
টাকার বিনিময়ে ওই গুপ্তচর মোসাদকে এসব তথ্য সরবরাহ করেছেন। তা ছাড়া সুইডেনে আবাসিক বাড়িও নিয়েছেন ওই গুপ্তচর।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৭/মাহবুব