ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে এক আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন।
রয়টার্সের খবরে বলা হয়, টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে তানগেরাং এলাকার কারখানাটি থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
বিবিসি জানায়, স্থানীয় সময় সকাল ৯টায় জাকার্তার তানগেরাংয়ে শিল্প কমপ্লেক্স এলাকার ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
জাকার্তা পুলিশের ব্যবস্থাপনা পরিচালক দেশটির কম্পাস টিভিকে জানিয়েছে, কারখানায় মোট ১০৩ জন শ্রমিক ছিলেন।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৭/মাহবুব