যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি চার্চে প্রার্থনার সময় বন্দুকধারীর গুলিতে অন্তত ২৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার এ হামলা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে একজন পুলিশ কমিশনার অন্তত ২৭ জন নিহতের কথা নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া গুলিতে আরও অনেককে আহত হয়েছেন বলে জানা যায়। খবর জিও টিভি।
এফবিআই’র সান আন্টোনিও শাখা এ ঘটনায় তাদের কর্মীদের মোতায়েন করার কথা জানিয়েছে। তারা বলেছে, বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এদিকে চার্চে হামলার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছায়। এলাকাটি তারা ঘিরে ফেলে। এফবিআই এজেন্টরাও সেখানে দ্রুত পৌছে যান। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী টেক্সাস পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়েছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার