ইয়েমেনের সরকারি দূর্গ আদেনের নিরাপত্তা ভবনে রবিবার দুইটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। হামলায় নিরাপত্তা ফোর্সের পাঁচজন সদস্য নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
নিরাপত্তা ফোর্সের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি ঘাটি আদেনের খর মাকসারের মধ্যাঞ্চলীয় এলাকার নিরাপত্তা বাহিনী সদর দপ্তরের বাইরে আল-কায়েদা চালিত একটি গাড়ি বিস্ফোরণ ঘটায়।
এরপর মুহূর্তেই বন্দুকধারীরা আদেনের ফৌজদারী তদন্ত ইউনিট ভবনে আরেকটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। ইউনিট সূত্র একথা জানায়।
বিডি প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৭/এনায়েত করিম