ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত শনিবার রাতে সৌদির রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। যুক্তরাষ্ট্র এ ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে দায়ি করে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘর প্রতি আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের মিত্র দেশ সৌদি আরবে এই হামলাকে 'সরাসরি সামরিক হামলা' হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে মঙ্গলবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এক বিবৃতিতে ফের সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সব বিমানবন্দর ও সমুদ্রবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে। তারা জানিয়েছে, ইয়েমেনে ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি জোটের আগ্রাসনের জবাবে এ ব্যবস্থা নেয়া হবে। সম্প্রতি হুথিদের এক মুখপাত্র সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, সৌদি সরকার আমাদের নিরীহ মানুষকে হত্যা করছে। তাই তারা আমাদের ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা পাবে না।
এদিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান অভিযোগ করেন, হুথি বিদ্রোহীরা শনিবার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে। হুথিদের নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র ইরান সরবরাহ করেছে। যা রিয়াদ বিমান বন্দরের কাছে ভূপাতিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার