মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া সংকটের সমাধান হতে পারে বলে তিনি ও চীনের নেতা শি জিনপিং বিশ্বাস করেন। বৃহস্পতিবার বেইজিংয়ে এ দুই নেতার মধ্যে আলোচনার প্রেক্ষাপটে এমন মন্তব্য করা হয়েছে। খবর এএফপি’র।
বেইজিংয়ের গ্রেট হল অব পিপলসে এ দুই নেতার সাক্ষাতের প্রেক্ষাপটে ট্রাম্প এমন মন্তব্য করেন। এ সময় আলোচনায় তারা উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি ও যুক্তরাষ্ট্রের সাথে চীনের বিপুল উদ্বৃত্ত বানিজ্যের বিষয়ে বেশী গুরুত্ব দেন।
ট্রাম্প বলেন, ‘আজ সকালের আমাদের বৈঠক চমৎকার ছিল। এতে আমরা উত্তর কোরিয়া ইস্যু নিয়ে আলোচনা করেছি। আপনার মতো আমিও বিশ্বাস করি যে পিয়ংইয়ং সংকটের সমাধান হতে পারে।’
তিনি বিস্তারিত উল্লেখ না করলেও ট্রাম্প চীন ও উত্তর কোরিয়ার মধ্যে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরো জোরদার করতে শিকে চাপ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
শি ট্রাম্পকে বলেন, তাদের দেশ কোরীয় উপদ্বীপ ও আফগানিস্তানসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুর ওপর তীক্ষ্ণ নজর রাখছে।
বাণিজ্য বিষয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের আগের প্রশাসন ভারসাম্যহীন বাণিজ্য রেখে গেছে।
তিনি বলেন, এক্ষেত্রে ‘আমরা ভারসাম্য বজায় রাখবো এবং এটি হবে আমাদের উভয়ের জন্য একটি অসাধারণ কাজ।’
বিডি প্রতিদিন/০৯ নভেম্বর ২০১৭/এনায়েত করিম