সৌদি আরবে দুর্নীতির অভিযোগে এ পর্যন্ত ২০৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল সৌদ আল-মোজেব। এর মধ্যে সাতজনকে কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেয়া হয়েছে। বাকি ২০১ জনকে এখনো আটক রাখা হয়েছে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের বরাতে এসব তথ্য জানা গেছে।
সৌদি সরকার এ পর্যন্ত ১৭০০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। দেশটির অ্যাটর্নি জেনারেল সৌদ আল-মোজেব বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, গত কয়েক দশকে কৌশলগত দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে কমপক্ষে ১০০ বিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ করা হয়েছে। সর্বোচ্চ দুর্নীতি বিরোধী কমিটি (সৌদি বাদশাহ সালমানের ছেলে মোহাম্মদ এ কমিটির প্রধান) খুব দ্রুততার সঙ্গে করছে।
গত শনিবার দুর্নীতি বিরোধী অভিযান শুরুর পর সৌদি রাজ পরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহী মিলিয়ে কয়েক ডজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার, ঘুষ লেনদেন, চাঁদাবাজি ও সরকারি অফিসকে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার অভিযোগ আনা হয়েছে।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৭/ফারজানা