চীন সফরে দেশটির প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চীনের সম্পর্ক এতটা মধুর কিন্তু আগে কখনই ছিল না। চীনকে 'ধর্ষক' পর্যন্ত আখ্যা দিয়েছিলেন তিনি। গত বছরের মে মাসে নির্বাচনী প্রচারনায় ট্রাম্প বলেছিলেন, আর আমেরিকাকে ধর্ষণের সুযোগ চীনকে দেবেন না তিনি। যেটা চীন বরাবরই আমেরিকার ওপর করে আসছে।
প্রেসিডেন্ট হওয়ার পর এ বছরের এপ্রিল মাসে সুর বদলান ট্রাম্প। চীনকে ট্রাম্প 'বন্ধু' বলে অভিহিত করেন। অথচ ২০১১ সালের ১৫ আগস্টে টুইটারে ট্রাম্প 'চীন আমেরিকার বন্ধু নয় বলে দাবি করেন। ২০১৩ সালে একটি টুইটে ট্রাম্প বলেন, চীন আমেরিকার ওপর নিয়ন্ত্রণ নিতে চায়। আমরা স্মার্ট ও কঠোর না হলে তার সেটা করবে। ২০১৪ সালে মে মাসেও ট্রাম্প বলেন, সবাই মনো রেখো, চীন কিন্তু আমাদের বন্ধু নয়।
সেই ট্রাম্পের নাতনি এখন মান্দারিন ভাষায় গান গায়, কবিতা আবৃত্তি করে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সেটা দেখে মুগ্ধ হন। শিকে দেখে মুগ্ধ হন ট্রাম্পও। চীনা প্রেসিডেন্ট এবার ট্রাম্পের জন্য বেশ বড় পরিসরে সামরিক প্যারেডের আয়োজন করেন। ট্রাম্প তার প্রশংসা করেছেন। কিন্তু ২০১২ সালে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে এমন আয়োজন করেছিলেন তখন তার বিরোধিতা করেন ট্রাম্প। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৭/ফারজানা