মার্কিন যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ফিলিস্তিনের গাজায় রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবারের এই হামলা ২৫ জন আহত হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বিবিসির।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজার একটি অস্ত্র উৎপাদনকারী এলাকা এবং একটি গোলাবারুদ দোকানে এই হামলা চালানো হয়।
এদিকে, বৃহস্পতিবার গাজা থেকে ইসরায়েলে কয়েকটি রকেটও নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করা হয়ে ইসরায়েলের পক্ষ থেকে।
এ ছাড়া ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে দুই ফিলিস্তিনি নিহত এবং সাত শতাধিক আহত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে তীব্র গণ-অভ্যুত্থানের ডাক দিয়েছে।
বিডি-প্রতিদিন/০৯ ডিসেম্বর, ২০১৭/মাহবুব