ভারতের বিখ্যাত দিল্লি জামে মসজিদকে 'যমুনা দেবীর মন্দির' বললেন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির নেতা বিনয় কাটিয়ার। বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
হিন্দু জাতীয়তাবাদী সংগঠনের শাখা বজরঙ্গ দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এর আগে তাজমহলকেও মন্দির বলে দাবি করেছিলেন। তাজমহল এবং দিল্লির জামে মসজিদ; দুটিই প্রতিষ্ঠা করেছেন মুঘল সম্রাট শাহজাহান।
বিনয় কাটিয়ার আরও বলেছেন, প্রায় ছয় হাজার স্থান আছে যেগুলো মুঘল শাসকদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তিনি বলেন, 'দিল্লি জামে মসজিদ আসলে যমুনা দেবীর মন্দির একইভাবে তাজমহলও ছিল তেজো মহালয়া।' সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৭/ফারজানা