যুক্তরাষ্ট্রের টেক্সাসের প্রাক্তন সুন্দরীকে ৬০ বছর আগে খুন করার অপরাধে এক প্রাক্তন খ্রিস্টান যাজককে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রাক্তন সুন্দরী সেই সময় চার্চে ওই যাজকের কাছে স্বীকারোক্তির জন্য এসেছিলেন। সেই সময় ওই ধর্ম যাজক ঠাণ্ডা মাথায় ওই নারীকে প্রথমে যৌন হেনস্থা ও পরে শ্বাসরোধ করে খুন করেন। ওই ধর্ম যাজককে শুক্রবার তার অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, টেক্সাসের ম্যাকঅ্যালেন চার্চের যাজক জন ফেইটের কাছে ১৯৬০ সালের ১৬ এপ্রিল স্বীকারোক্তির জন্য আসেন পেশায় শিক্ষিকা এবং টেক্সাসের প্রাক্তন সুন্দরী ২৫ বছরের ইরেনি গার্জ। তার পরের দিন সকাল থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। সেই বছরের ২১ এপ্রিল ইরেনির দেহ উদ্ধার হয় চার্চ সংলগ্ন খাল থেকে।
পুলিশ জানায়, খুনের আগে ইরেনির সঙ্গে যৌন নির্যাতন করা হয় এবং তাকে শ্বাসরোধ করে খুন করা হয়।
তদন্তে জানা যায়, চার্চের যাজক জন ফেইটই স্বীকারোক্তির সময় ইরেনিকে যৌন হেনস্থা করে এবং তাকে খুন করে খালের জলে ফেলে দেয়। খুনের সময় জন ফেইটের বয়স ছিল ২৭, আর এখন ৮৫। তাই যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এতবছর কেন লাগল সাজা ঘোষণা করতে তা নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে পুলিশ জানিয়েছে, ঘটনার ৬০ বছর পরই যাজক নিজের দোষ কবুল করেছে। তাই সেই বয়ানের রেকর্ড আদালতে পেশ করার পরই তাকে দোষী সাব্যস্ত করা হয়।
বিডি প্রতিদিন/০৯ ডিসেম্বর ২০১৭/আরাফাত