ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকায় দুই শিশুকে বাড়িতে ডেকে পর্নোগ্রাফি দেখানোর অভিযোগে এক যুবককে নগ্ন করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। দুই শিশুর মধ্যে একজনের বয়স চার আরেকজনের পাঁচ।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকার গুমা নেতাজিনগরে। ধৃত যুবকের নাম বিকাশ চৌধুরী (৩৭)। এই ঘটনার পরই এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। এখনও ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, নেতাজিনগরের বাড়িতে একাই থাকত বিকাশ। শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটার দিকে, প্রতিবেশী দুই শিশুকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় বিকাশ। অভিযোগ, বিকাশ তাদের প্রথমে নিজের বাড়িতে নিয়ে সেখানে গিয়ে দু’জনকে পর্নোগ্রাফি দেখাতে শুরু করে।
স্থানীয়দের অভিযোগ, পর্নোগ্রাফি দেখিয়ে ওই শিশুদের উপর যৌন নির্যাতন করতে চেয়েছিল সে। তবে ওই শিশুদের নিয়ে বাড়িতে প্রবেশের সময় বিকাশকে দেখে ফেলেন এক প্রতিবেশী। সন্দেহ হাওয়ায় কয়েকজনকে বিষয়টি জানান তিনি।
এর পরই বিকাশকে আটকে রেখে এলাকার লোকজনকে খবর দেন তাঁরা। স্থানীয় একটি ক্লাবে নিয়ে গিয়ে বিকাশকে বিবস্ত্র করে স্থানীয়রা। উলঙ্গ অবস্থায় তাকে গণপিটুনি দেয় এলাকার মানুষ।
পরে অশোকনগর থানায় খবর দেওয়া হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে স্থানীয় আইনে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার দুপুরে বিকাশকে বারাসত আদালতে পেশ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১০ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান