কাশ্মীরে জঙ্গি হামলায় এক সেনা সদস্যের মৃত্যুতে তার প্রেমিকা আত্নহত্যা করেছেন। জানা যায়, জঙ্গিদের গুলিতে মারা যান হবু স্বামী। তার মৃত্যুর খবর শুনে আত্মহত্যা করলেন ওই তরুণী।
ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের দেবস জেলার। ২০১৮ সালের এপ্রিলে সেনা সদস্য নীলেশ ঢাকড়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ২৬ বছরের জ্যোতি ঢাকড়ের। তবে সেই দিন আর এলো না। পরিণয়ের আগেই কষ্টের পরিণতি।
গত ৫ ডিসেম্বর কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মারা হন নীলেশ। বৃহস্পতিবার নীলেশের শেষকৃত্য সম্পন্ন হয়। নীলেশের মৃত্যুর খবর আসার পর থেকেই শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন জ্যোতি। এরপর শনিবার তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, নীলেশের মৃত্যু মেনে নিতে পারেননি জ্যোতি। জিনিউজ টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার