ডোকলাম ইস্যুতে ভারত-চীন সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। আর এরই মধ্যে সম্প্রতি আকাশসীমা লঙ্ঘন করে চীনে ঢুকে পড়ে ভারতীয় ড্রোন। এমনকি ড্রোনটি ভেঙেও পড়ে। এমন পরিস্থিতিতে এই ধরণের সংবেদনশীল এলাকায় এ ঘটনাকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে বেইজিং।
এ ব্যাপারে গ্লোবাল টাইমসে একটি সম্পাদকীয় প্রকাশ হয়েছে। সেই সম্পাদকীয়তেই লেখা হয়েছে যে, ভারতীয় ড্রোনটি প্রযুক্তিগত সমস্যার কারণ দেখিয়ে সীমান্তে ঢুকে পড়েছে। যা চীনের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা। তাই এই ঘটনায় ভারতের ক্ষমা চাওয়া উচিত।
ডোকলাম এলাকায় রাস্তা তৈরি করাকে কেন্দ্র করেই দুই দেশের মধ্যে বিবাদ শুরু হয়। প্রায় আড়াই মাস ধরে এই বিবাদ চলার পর অবশেষে এই সমস্যা এখন অনেকটাই থিতিয়ে গেছে। তবুও, এই এলাকাটি এখন যথেষ্ট সংবেদনশীল। সেই কারণে ভারত এবং চীনের এখন যথেষ্ট সচেতন থাকা উচিত। এমনটাই বলা হয়েছে ‘India must apologise for drone intrusion’ সম্পাদকীয়তে।
এদিকে, চীনের সীমান্তে ভারতের ড্রোনের প্রবেশকে অনিচ্ছাকৃত বলে জানিয়েছে ভারত। এই ঘটনাটির জন্য একটি বিবৃতিও পেশ করা হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে। এই বিবৃতিতে বলা হয়েছিল, একটি ভারতীয় ড্রোন নিয়ম মাফিক ট্রেনিং মিশনেই ওড়ানো হয়েছিল। প্রযুক্তিগত সমস্যা হওয়ায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার করে সিকিম সেক্টর থেকে চীনের দিকে চলে যায় সেটি।’ সঙ্গে সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর চীনের নিরাপত্তারক্ষীদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়েছিল।
বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ