বলা হয়, প্রকৃতি কারও নিয়ন্ত্রণে নেই। তবে উত্তর কোরিয়া এমনটা মানে না। এই দেশের মতে, তাদের নেতা কিম জং উন প্রকৃতিরও উপরে। তার ইশারাতেই নাকি চলে সব কিছু। এমনটা অবশ্য মনে করে কিমের দল।
এই দলের মতে, আবহাওয়া কেমন থাকবে তা নির্ভর করছে কিমের ইচ্ছার ওপর। প্রকৃতিও নাকি ভয় পায় তাকে! এদেশের সরকারী সংবাদমাধ্যম কেসিএনআর জানিয়েছে, পাহাড়ও কিমকে দেখে খুশি প্রকাশ করে তাদের আবহাওয়ার প্রকৃতি বদলে দেয়। আর তা বলতে গিয়ে মাউন্ট পেক্তুর (উত্তর কোরিয়ার সবথেকে পবিত্র স্থান বলে মনে করা হয়) কথাও উল্লেখ করা হয়েছে।
এই পাহাড়েই রয়েছে কিমের দাদা কিম ইল সুং এর মূর্তি। এই পাহাড়ের উচ্চতা ৯,০২২ ফুট এবং ডিসেম্বরে এটি বরফে ঢাকা থাকে।
উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের মতে, কিম যখনই এখানে আসেন তখনই নাকি তুষারপাত বন্ধ হয়ে গিয়ে রৌদ্রজ্জ্বল হয়ে ওঠে প্রকৃতি।
তবে এক্ষত্রে অনেকে আবার মনে করছেন, আবহাওয়া দফতর থেকেই হয়তো কিমকে জানানো হয়েছে কোনদিন পাহাড়ে যাওয়া উচিত হবে বা কোনদিন পাহাড়ের পরিবেশ-আবহাওয়া ভালো থাকবে।
বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ