এনগেজমেন্ট হয়ে গেছে। এবার শুধু আই ডু বলার অপেক্ষা। সর্বত্রই এখন হবু বউ মেঘানের হাত ধরে ঘুরেচ্ছেন প্রিন্স হ্যারি। পেজ থ্রি প্রথম আকর্ষণ এখন এই হাইপ্রোফাইল যুগল। তাদেরই কিছু গোপন কথা ফাঁস হয়ে গেছে মিডিয়ায়। মেঘানের জন্য নাকি নিজেকে অনেক বদলে ফেলেছেন প্রিন্স হ্যারি।
জানেন মেঘানের জন্য কী ছেড়েছেন তিনি? এক সাক্ষাৎকারে মেঘান বলেছেন, অনেক বদ অভ্যাস ছিল হ্যারির। তার মধ্যে অন্যতম ধূমপান। সেটি নাকি প্রায় ছেড়েই ফেলেছেন হ্যারি। স্বাস্থ্য সচেতন মেঘান নিজেও ধূমপান করেন না।
সে কারণেই হয়তো হ্যারির পক্ষে কাজটা করা সহজ হবে। হ্যারি নাকি তাকে কথা দিয়েছে বাড়িতে থাকলে তিনি কোনও ভাবেই ধূমপান করবেন না। মেঘানও নাকি জোর নজরদারি চালাচ্ছেন।
সূত্রের খবর, স্কুল থেকেই ধূমপান শুরু করেছিলেন তিনি। এতটাই আসক্ত ছিলেন হ্যারি যে দিনে ২০টি সিগারেট খেতেন। এই নিয়ে তার বাবার সঙ্গেও বিবাদ লেগে থাকত। মেঘানের সঙ্গ তাকে ধূমপানের নেশা কাটাতে অনেকটাই সাহায্য করেছে বলে জানিয়েছেন হ্যারি। এবার নিজেও ধূমপানের ক্ষতিকারক দিক নিয়ে সচেতনতা প্রচার চালাবেন বলে জানিয়েছেন।
বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৭/আরাফাত