আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে শনিবার আফগান বাহিনীর বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। রবিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আফগান বিমান বাহিনী শনিবার হেলমান্দ প্রদেশের সাঙ্গিন জেলায় জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে পাঁচ জঙ্গি নিহত ও অপর তিন জন আহত হয়েছে।’
এই হামলার বিষয়ে তালেবান জঙ্গিদের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম