চীনের গুয়াংডং প্রদেশের হাইফেং কাউন্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটজন মারা গেছেন। রবিবার স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
কাউন্টি পাবলিসিটি দপ্তরের মতে, গংপিং টাউনশিপে স্থানীয় সময় শনিবার ভোর সাড়ে ৩টায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর সিনহুয়া’র।
এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। বাকি ছয়জন হাসপাতালে চিকিৎসা নেয়ার সময়ে মারা গেছেন।
অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম