ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি রেস্টুরেন্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এসময় পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। তবে হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। শনিবার রাতে একটি রেস্টুরেন্টে চালানো এ হামলায় আহতদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে আর্ন্তজাতিক সংবাদমাধ্যম।
এদিকে দেশিটির পুলিশ ধারণা করছে, হামলাকারী ইসলামিক স্টেট'র (আইএস) সদস্য হতে পারে। প্যারিস পুলিশের বরাত দিয়ে এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে বিবিসি। খবরে আরও বলা হয়, শনিবার রাতে একটি রেস্টুরেন্টে চালানো এ হামলায় আহতদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর।
এর আগে প্যারিসে একাধিক স্থানে সন্ত্রাসী হামলায় ১২৮ জন নিহত হয়েছেন। এছাড়া ওই হামলায় কমপক্ষে ১৮০ জন আহত হয়েছেন। মধ্য প্যারিসে অবস্থিত একটি রেস্টুরেন্টে একজন বন্দুকধারী গুলি চালিয়ে ১৪ জনকে এবং প্যারিসের স্ট্যাড ডি ফ্রান্স স্টেডিয়ামের পাশে বোমা বিস্ফোরণের ৩ জন নিহত হয়েছে। এছাড়া লা কেসা রেস্টুরেন্টে ৫ জন নিহত হয়। বোমা হামলার সময় স্টেডিয়ামে জার্মান ও ফ্রান্সের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ ওই ম্যাচ উপভোগ করছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার