ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে সুরাবায়া শহরে রবিবার তিনটি চার্চে বোমা বিষ্ফোরণের ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অনেকে। পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হামলাকারীরা এ বিস্ফোরণের ঘটনা ঘটায়। খবর স্ট্রেইট টাইমসের।
সুরাবায়া ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পূর্ব জাভা পুলিশের মুখপাত্র কর্নেল ফ্রান্স বারুং মানগেরা বলেন, আহত ৪১জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে দুই জন পুলিশ কর্মকর্তা, হামলার সময়ে তারা চার্চে দায়িত্বরত ছিলেন।
সারভায়ার উপ-মেয়র উইসনু সকতি বুয়ানা বলেন, চতুর্থ টার্গেট ক্যাথেড্রাল চার্চে হামলার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে হামলা প্রতিহত করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৩ মে, ২০১৮/ফারজানা