আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগড়হারে মার্কিন ড্রোন হামলায় ইসলামিক স্টেটের (আইএস) অন্তত তিন জঙ্গি নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ সোমবার এ কথা জানায়।
আফগান সেনাবাহিনীর ২০১ কোর্পস সেলাব এক বিবৃতিতে জানায়, ‘রবিবার নানগড়হারে প্রদেশের দিহ বালা জেলার পাপিন এলাকায় আইএস জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে একটি ড্রোন বিমান থেকে হামলা চালানো হয়। এতে তিন জঙ্গি নিহত হয়েছে।
উল্লেখ্য, ওই অঞ্চলে সেলাবের ঘাঁটি রয়েছে।
বিডি প্রতিদিন/১৪ মে ২০১৮/এনায়েত করিম