থাইল্যান্ডের গভীরতম গুহায় আটক পড়া ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। গত ২৩ জুন গুহায় ঢুকে আটকা পড়ে তারা। আজ রবিবার ডুবুরীরা তাদের গুহার বাইরে নিয়ে আসতে অভিযান শুরু করেছেন।
আবহাওয়া অনুকূলে আসায় ও গুহার ভেতরে পানির স্তর কমতে থাকায় থাইল্যান্ডের চিয়াং রাইয়ের গভর্নর নারুংসাক ওস্তানাকর্ন রবিবার সকালে অভিযান শুরুর ঘোষণা দেন। উদ্ধার অভিযানে অংশ নেয়া ডুবুরীদের মধ্যে ৫ জন থাইল্যান্ডের এবং ১৩ জন বিদেশী ডুবুরী রয়েছেন।
গুহায় আটকে পড়ার আগে কোচের সঙ্গে সেই ফুটবলাররা
স্থানীয় সময় সকাল ১০টা অভিযান শুরু হয়। প্রথম জনকে উদ্ধারেই ১১ ঘণ্টা সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবাই বের করে আনতে দুই থেকে চার দিন লাগতে পারে। তবে সবকিছু আবহাওয়া ও গুহার ভেতরে থাকা পানির মাত্রার ওপর নির্ভর করছে। সূত্র: স্ট্যান্ডার্ড ইউকে
বিডি প্রতিদিন ফারজানা