সৌদি আরবে টানা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় জনগণকে নিম্নাঞ্চল, পাহাড়ি উপত্যকা এবং বন্যা প্রবণ এলাকায় না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশেষভাবে সতর্ক করা হয়েছে মক্কা অঞ্চলের অন্তর্ভুক্ত মক্কা শহর, তাইফ, মাইসান, আধাম, আল আরদিয়াত, আল লায়থ, আল কুনফুদাহ, আল জুমুম, আল কামিল, বাহরাহ, আল মুইয়াহ, তুরবাহ, আল খুরমাহ ও রানিয়াহ এলাকায়। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
এছাড়াও জাজান, আসির, আল বাহা ও নাজরান অঞ্চলেও একই ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করতে পারে। রিয়াদ ও মদিনা অঞ্চলে তুলনামূলকভাবে হালকা বৃষ্টিপাত হলেও তা স্থায়ী হতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, ভারী বৃষ্টির ফলেআকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং তীব্র বাতাস সৃষ্টি হতে পারে, যা ধুলাবালি ও বালুঝড়ের কারণও হতে পারে।
সৌদি সিভিল ডিফেন্স নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে- আবহাওয়ার সর্বশেষ তথ্য নিয়মিতভাবে সরকারি চ্যানেলগুলো থেকে জানার জন্য এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য।
সূত্র: গালফ নিউজ
বিডি প্রতিদিন/মুসা