আজকের দিনে স্মার্টফোন ছাড়া জীবন কল্পনা করা কঠিন। কিন্তু শুরুতে এই যন্ত্র এতটা উন্নত ছিল না। প্রথম স্মার্টফোনগুলো ছিল বড়, ভারী এবং সীমিত ক্ষমতার। তাই অনেকেরই জানা নেই— বিশ্বের প্রথম স্মার্টফোন কোন কোম্পানি তৈরি করেছিল এবং সেটি দেখতে কেমন ছিল।
ইতিহাসের প্রথম স্মার্টফোন
প্রথম মোবাইল ফোন বাজারে আসার প্রায় দুই দশক পর আইবিএম তৈরি করে বিশ্বের প্রথম স্মার্টফোন ‘আইবিএম সাইমন’। ডিভাইসটি ‘সাইমন পার্সোনাল কমিউনিকেটর’ নামেও পরিচিত।
১৯৯২ সালে এর প্রোটোটাইপ দেখানো হয় এবং ১৯৯৪ সালের আগস্টে এটি বাজারে আসে। তবে মাত্র ৫০ হাজার ইউনিট বিক্রি হয় এবং ১৯৯৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফোনটি পাওয়া যেত।
বৈশিষ্ট্য
সাধারণ কল করার পাশাপাশি এতে ফ্যাক্স ও ই-মেইল পাঠানোর সুবিধা ছিল। আকারও ছিল বিশাল— উচ্চতা ২০ সেমি, প্রস্থ ৬.৪ সেমি, পুরুত্ব প্রায় ৪ সেমি এবং ওজন আধা কেজির বেশি। ব্যাটারি টিকত মাত্র এক ঘণ্টা।
এতে ছিল টাচস্ক্রিন, প্রেডিক্টিভ কীবোর্ড এবং ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ফ্যাক্স ও ই-মেইল অ্যাপসের মতো ফিচার। দাম ছিল ৯০০ ডলার (চুক্তিসহ) বা প্রায় ১১০০ ডলার (চুক্তি ছাড়া)।
‘স্মার্টফোন’ শব্দের প্রথম ব্যবহার
যদিও আইবিএম সাইমনকেই প্রথম স্মার্টফোন বলা হয়, ‘স্মার্টফোন’ শব্দটির প্রথম আনুষ্ঠানিক ব্যবহার হয় ১৯৯৭ সালে এরিকসন জেএস ৮৮ (পেনেলোপ) প্রোটোটাইপ ফোনের ক্ষেত্রে। যদিও সেটি বাজারে আসেনি।
প্রথাগত আকৃতির প্রথম স্মার্টফোন
২০০০ সালে এরিকসন আর ৩৮০ বাজারে আনে। এটি ছিল মোবাইল ফোনের মতো দেখতে প্রথম স্মার্টফোন। দাম ছিল প্রায় ৭০০ ডলার। ওজন ছিল মাত্র ১৬৪ গ্রাম। সাদা–কালো টাচস্ক্রিন, সিম্বিয়ান ওএস, ২ এমবি র্যাম এবং ৪ এমবি রম ছিল এর বৈশিষ্ট্য।
প্রথম আইওএস স্মার্টফোন
২০০৭ সালে অ্যাপল চালু করে প্রথম আইফোন। এটিই ছিল আইওএস চালিত প্রথম স্মার্টফোন। মূল্য শুরু হয়েছিল ৪৯৯ ডলার থেকে এবং কেবল যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি পরিষেবার মাধ্যমে ব্যবহার করা যেত। টাইম ম্যাগাজিন একে ‘ইনভেনশন অব দ্য ইয়ার’ ঘোষণা করে।
প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন
অ্যান্ড্রয়েড চালিত প্রথম স্মার্টফোন ছিল এইচটিসি ড্রিম। এতে সম্পূর্ণ টাচস্ক্রিন ছিল না, বরং একটি ফিজিক্যাল কীবোর্ড যুক্ত ছিল। পরবর্তীতে এইচটিসি ম্যাজিক আসে পুরো টাচস্ক্রিন সংস্করণে।
বিডি প্রতিদিন/আশিক