বিমানের ভিতরে ৫২ বছর বয়সী এক যাত্রী এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় রুট পরিবর্তন করে জরুরি অবতরণ করেছে ভারতের এয়ার ইন্ডিগোর একটি প্লেন। ফ্লাইটটি পুনে থেকে দিল্লি যাওয়ার কথা থাকলেও ইন্দোর এয়ারপোর্টে অবতরণ করে। বিমানের ভিতরে হঠাৎ অসুস্থতার কথা জানালে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
ইন্দোরের দেবী আহিল্যাবতী হলকার এয়ারপোর্টের ডিরেক্টর আরায়মা স্যানাল জানান, মধ্য আকাশে ইন্ডিগোর ফ্লাইট ৬ই৭৬৯ এর ওই যাত্রী হৃদরোগে আক্রান্ত হলে সকাল সাড়ে ৯টার দিকে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
এদিকে, অবতরণের পর অসুস্থ যাত্রীকে স্থানীয় একটি হসপিটালে নেওয়া হয় এবং তিনি সুস্থ আছেন বলেও জানান আরায়মা।
বিডি প্রতিদিন/ ৮ জুলাই ২০১৮/ ওয়াসিফ