যুক্তরাজ্যের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস দেশটির প্রধানমন্ত্রী টেরিজা মের ব্রেক্সিট পরিকল্পনা মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার দুই দিনের মাথায় পদত্যাগ করেছেন। ডেভিস'র পদত্যাগের খবর আজ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিষয়ে দর কষাকষির দায়িত্ব দিয়ে ডেভিডকে মন্ত্রিসভায় এনেছিলেন প্রধানমন্ত্রী টেরিজা।
ডেভিস তার পদত্যাগপত্রে লিখেছেন, যে নীতি আর কৌশল নিয়ে প্রধানমন্ত্রী মে এগোচ্ছেন, তাতে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে পারবে বলে তার মনে হচ্ছে না।
এদিকে ডেভিস সরে যাওয়ায় দেশটির প্রধানমন্ত্রী টেরিজা দুঃখ পেয়েছেন বলে জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার