মার্কিন প্রেসিডেন্টের দাফতরিক বাসভবনের সাবেক সহকারি পরিচালক প্রফেসর ফ্রাঙ্ক ভন হিপেল বলেছেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কোনো ফল পাওয়া যাবে না। ইরানের বার্তা সংস্থা মেহের-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
হিপেল আরও বলেছেন, আমেরিকা বহুপক্ষীয় পরমাণু সমঝোতা থেকে নিজেকে সরিয়ে নিয়ে একঘরে হয়ে পড়েছে এবং এখন নুতন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের যে কথা বলা হচ্ছে তা কাজে আসবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের ভেতরেও বিভিন্ন ধরনের বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছেন বলে তিনি জানান। হিপেল বলেন, ট্রাম্পের কারণে দেশের অভ্যন্তরে প্রেসিডেন্টের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ আন্দোলন গড়ে উঠছে এবং এর প্রধান লক্ষ্য হচ্ছে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় কংগ্রেস নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টিকে পরাজিত করা।
গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক রীতি-নীতি লঙ্ঘন করে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এর ফলে আমেরিকার ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।
বিডি প্রতিদিন/০৯ জুলাই ২০১৮/আরাফাত