থাইল্যান্ডের গভীরতম গুহায় আটকে পড়া বাকি চার ফুটবলার তাদের কোচকে উদ্ধারে তৃতীয় ও চূড়ান্ত অভিযান শুরু হয়েছে। গত ২৩ জুন ১২ কিশোর ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ থাম লুয়াং নামের ওই গুহাটিতে আটকা পড়েন।
পরে রবিবার থেকে অভিযান চালিয়ে আট ফুটবলারকে গুহার বাইরে নিয়ে আসা হয়। আজই সবাইকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে গুহার বাইরে নিয়ে আসা ৮ ফুটবলার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গুহা থেকে বের হওয়ার পর থেকেই ফুটবলাররা টোস্ট, চকলেটসহ তাদের পছন্দের খাবার খেতে চাচ্ছে। প্রাথমিকভাবে তাদের দুধ জাতীয় খাবার খেতে দেয়া হয়েছে। আজ থেকে তারা স্বাভাবিক খাবার খেতে পারবে বলে জানিয়েছে চিকিৎসকরা।
পরিবারের সঙ্গে এখনো ফুটবলারদের সরাসরি সাক্ষাৎ করতে দেখা হয়নি। তবে গ্লাসের বাইরে থেকে তারা কথা বলতে পারছেন। সূত্র: এবিসি
বিডি প্রতিদিন/ফারজানা