সামাজিক নানা সংস্কারের পর এবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশের প্রথম পারমাণবিক গবেষণা চুল্লি স্থাপন করতে যাচ্ছেন। সোমবার বিন সালমান একটি পারমাণবিক গবেষণা চুল্লির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়।
এ ব্যাপারে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বলছে, দেশটির রাজধানী রিয়াদের কিং আব্দুল আজিজ সিটিতে সফরকালে বিজ্ঞান ও প্রযুক্তির সম্প্রসারণে পারমাণবিক চুল্লির সাতটি প্রকল্পের উদ্বোধন করেন যুবরাজ সালমান।
এসপিএ এর চেয়ে বেশি কিছুর তথ্য দেয়নি। তবে এটা বলা যায় যে, সাধারণত পারমাণবিক গবেষণা, উন্নয়ন ও শিক্ষার উদ্দেশে চুল্লি স্থাপন করা হয়।
এদিকে, এটি নির্মাণে ব্যয় কতো হতে পারে তারও কোনো কিছু জানা যায়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ