বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে নিউ ইয়ার্স ইভ (নববর্ষের প্রাক্কাল)। এ উপলক্ষ্যে নতুন ডুডল (গুগলের বিশেষ লোগো) প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন গুগল। গত বছর ডুডলে ছিল তোতা পাখি ও পেঙ্গুইন। এবার দেখা যাচ্ছে দুই হাতির বাচ্চা। পার্পেল রঙের একটি বাচ্চা হাতি শুড় দিয়ে বেলুন ফোলাচ্ছে। অন্যটি পপকর্ন খাচ্ছে। তাদের উপরের দেয়াল রঙিন করে সাজানো হয়েছে। দেয়ালে একটি ঘড়িও আছে যাতে একটু পরেই মধ্যরাত ১২টা বাজবে।
আতশবাজি, পার্টি ও নানা ধরনের উপায়ে বিশ্বব্যাপী উদযাপন করা হয় ৩১ ডিসেম্বর। বিশ্বব্যাপী সময়ের ভিন্নতা থাকায় ২৪ বারেরও বেশি ক্ষণগননা করা হয় নতুন বছরকে স্বাগত জানাতে।
বিডি প্রতিদিন/ফারজানা