সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় যেসব তথ্য চেয়েছিলেন, তার সবটা এখনও হাতে পাননি বলে জানিয়েছেন জাতিসংঘের তদন্তকারী অ্যাজেন্স ক্লামারড।
তুরস্কে সপ্তাহব্যাপী মিশনে থাকা জাতিসংঘের এ বিশেষ দূত বৃহস্পতিবার বলেন, সরকারি মন্ত্রীদের সঙ্গে আঙ্কারা ও ইস্তানবুলে তিনি বৈঠক করেছেন। এ ছাড়া তুরস্কের গোয়েন্দা কর্মকর্তা ও সরকারি কৌঁসুলিদের সঙ্গেও বসেন তিনি।
জাতিসংঘের তদন্ত কর্মকর্তা অ্যাজেন্স ক্লামারড আরো বলেন, এখানে আমাদের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে। তবে সব তথ্য হাতে না পাওয়ায় এক ধরনের হতাশা কাজ করছে। এ সম্পর্কিত তথ্য চেয়ে আমরা অনুরোধ করেছি। আমরা আশাবাদী যে কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি রাখতে পারবেন এবং এ সংক্রান্ত পুলিশি তদন্তের তথ্য আমাদের হস্তান্তর করবেন।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে বিয়ের কাগজপত্র আনতে গিয়ে আর ফিরে আসেননি ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন