মেক্সিকো-গুয়াতেমালা সীমান্তের কাছে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে কয়েক জন আহতের পাশাপাশি বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্রের খবর, শুক্রবারের এই ভূমিকম্পে গুয়াতেমালার তিনটি হাইওয়েতে পাথর ভেঙে পড়ে রাস্তা আটকে যায়। মেক্সিকো সিটিতে বহু বিল্ডিংয়ে ফাটল দেখা যায় এবং বাড়িগুলো থেকে নিরাপদ স্থানে সকলকে বের করে আনা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার